• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

দ্বি-কক্ষ সংসদের সিদ্ধান্ত নেয়া হবে: বদিউল আলম

টিএন২৪ ডেস্ক ২৭ নভেম্বর, ২০২৪ ১২:২১ পিএম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিভিন্ন মহল থেকে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরামর্শ আসছে। অংশীজনের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিভিন্ন মহল থেকে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরামর্শ আসছে। অংশীজনের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ২৭ নভেম্বর (বুধবার) সকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে নির্বাচনে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করাসহ নানা অনিয়ম ছিল। তবে আগামীতে এ অনিয়মগুলোর পথ বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভায় পরামর্শ উঠে এসেছে। এ ছাড়া ভোটার তালিকা প্রণয়ন করে এটি স্থানীয়ভাবে যাচাই করে নেয়ার পরামর্শ আসে। পাশাপাশি প্রার্থীদের ব্যাংক হিসাব কিছুদিনের জন্য ফ্রিজ করাসহ নারী সংসদ সদস্যদের যৌক্তিক কর্মবন্টনের বিষয়ে মতবিনিময়ে পরামর্শ দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। মতবিনিময় সভায় উপজাতি ও দলিতরা আওয়ামী লীগের একক সমর্থক না উল্লেখ করে বৈষম্যবিরোধী বাংলাদেশে সংখ্যানুপাতিক আসনে উপজাতিদের অধিকারের বিষয়ে মত দেন তারা।

অপরদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন বিশিষ্টজনরা। সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, ৭০ অনুচ্ছেদ বাতিল, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করা হলে উভয় কক্ষের কার্যপরিধি সুনির্দিষ্ট করা, গণভোটের বিধান পুনর্বহাল, আইন বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথকীকরণ ও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাবও দিয়েছেন অনেকে। এ ছাড়া সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসন বাতিল করে সরাসরি নির্বাচন ও নারীদের মনোনয়নে রাজনৈতিক দলগুলোর প্রতি বাধ্যবাধকতা সৃষ্টির প্রস্তাব দিয়েছেন অনেকে।