স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সড়কে ট্রাফিকের উন্নয়নের জন্য আমরা এখন ছাত্রদের কাজে লাগিয়েছি। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আজকের সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী, নতুন আইজিপি ও ডিএমপি কমিশনারকে স্বাগত জানানো হয়েছে। সভায় সনাতন জাগরণী জোটের আট দফা, বিশ্ব ইজতেমা, সড়কে অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা, বিজয় দিবস উদযাপন, দুস্কৃতিকারীদের গ্রেপ্তার, ভুয়া মামলা, হয়রানি, মাদক, সড়কের ট্রাফিকের বিষয়ে আলোচনা হয়েছে।
কেন সাবেক ট্রাফিক সদস্যদের নামানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা। কিন্তু আমাদের আছে সাড়ে সাত শতাংশ। সড়কে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। এই রাস্তা এত গাড়ি নিতে পারছে না। আবার আজকে এই রাস্তা, পরেরদিন ওই রাস্তা ব্লক করে আন্দোলন করা হচ্ছে। যার ফলে যানজট আরো বাড়ছে। আর কমিউনিটি পুলিশিং আগেও কিন্তু কাজ করেছে। ওইগুলো আবার নতুন ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি।
কবে থেকে এই কমিউনিটি ট্রাফিকিং শুরু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা চাইলেও আজ শুরু করা যাবে না। কারণ নিয়োগ প্রক্রিয়া আছে। তবে দ্রুত কার্যক্রম শুরু হবে।