• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

ডা. জাহাঙ্গীর কবীর ক্যান্সার হাসপাতালের নতুন পরিচালক

নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর, ২০২৪ ০৬:০২ পিএম

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাহাঙ্গীর কবীর।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাহাঙ্গীর কবীর। এর আগে তিনি হাসপাতালটির সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাকে প্রতিষ্ঠানটির পরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হলো। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। 

Tags: