• রবিবার ২৯ ডিসেম্বর, ২০২৪
logo

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর, ২০২৪ ০১:০১ পিএম

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ  ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ড. আসিফ নজরুল এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের  প্রতি গভীর সমবেদনা জানান ।

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম শনিবার (১৬ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে রাজধানীর 'বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে' ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

উক্ত সূত্রে আরও জানা গেছে, মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

Tags: