নেত্রকোনার বারহাট্টা উপজেলা হেলাল মিয়া (৪৮) নামের ব্যক্তি দ্বারা জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছিলেন এক গৃগবধূ। ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। জন্ম দেন একটি কন্যা সন্তানের।
ওই ভুক্তভোগী গৃহবধূ মারা যান ১০ বছর আগে। এ ঘটনায় মামলা হয়েছিল আদালতে। আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট করে জন্ম নেওয়া কন্যা সন্তানের পিতা পরিচয় পাওয়া গেছে। হেলালের (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) ডিএনএনের সাথে ওই কন্যা সন্তানের ডিএনএ'র মিল রয়েছে।
আজ শনিবার (২৯ এপ্রিল) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আমাদের হাতে এসেছে। রিপোর্টে অভিযুক্ত হেলাল মিয়ার সাথে জন্ম দেয়া কন্যা'র ডিএনএ মিল রয়েছে। তাই আইনি ব্যবস্থা দ্রুত নেয়ার জন্য ডিএনএ টেস্টের রিপোর্টটি আদালতে পাঠানো হবে।
পুলিশ, এলাকাবাসী ও আদালতের মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার সাহতা ইউনিয়নের এক গ্রামে ২০১৩ সালে ওই গৃহবধূকে জোরপূর ধর্ষণ করে হেলাল মিয়া। গৃহবধূর পরিবারের এক সদস্য দেখেন ঘটনাটি। ফলে গর্ভবতী হয়ে পড়েন সে। পরবর্তীতে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি মারা যান। পরে বিষয়টি অস্বীকার করে হেলাল। আদালতের মালাল দায়ের করে ওই গৃহবধূ। ।