• বুধবার ০১ জানুয়ারী, ২০২৫
logo

ঈদযাত্রার ট্রেনে ফিরতি টিকিট বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক ১০ জুন, ২০২৪ ০১:৫৯ পিএম

পছন্দ অনুযায়ী ট্রেন এবং আসন নির্বাচন করে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। মূল্য পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, রকেটসহ ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারের মাধ্যমে। ট্রেনের টিকিটটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারো শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনায় বলা হয়, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন বেলা ২টায় বিক্রি করা হবে।

পরিকল্পনায় আরো বলা হয়, ঈদের পর আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

অনলাইনে কম্পিউটার-ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ট্রেনের টিকিট কাটা যাবে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে মোবাইলে রেলসেবা অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে খুব সহজে কাটা যাবে টিকিট।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইট অথবা অ্যাপসে এনআইডি, ই-মেইল নম্বর, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর পারচেজ টিকিট অপশনটিতে ক্লিক করার পর নিশ্চিত করতে হবে চারটি বিষয়। বিষয় চারটি হলো যাত্রা শুরুর জায়গার নাম, যাত্রার তারিখ, কোন ধরনের আসন ও আসনের সংখ্যা। এ তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।



Tags: