টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিত তিন চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা দেওয়া চেয়ারম্যানরা হলেন__আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল ও মোছা: কল্পনা বেগম।
সংবর্ধনা উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় ধনবাড়ী নওয়ার ইনস্টিটিউন মাঠে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এর আগে গতকাল সোমবার ঢাকায় তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
উপজেলাবাসী, রাজনীতিক নেতা-কর্মী ও দলীয় কর্মীরা তাদের ফুলেল তোড়া দিয়ে বরণ করে নিয়ে সংবর্ধনা দেন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক পরিচালক ড. মো. আব্দুল হামিদ। ধনবাড়ী সাইন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ আ. মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানরা বলেন, ‘ধনবাড়ীকে দুর্নীতি মুক্ত উপজেলা করে স্মার্ট উপজেলা পরিণত করা হবে। থাকবে না কোনো জনদুর্ভোগ। সকল কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদেহিতা। সবার সহযোগিতায় এ উপজেলাটিও হবে একটি উন্নয়নের রোল মডেল।’
এ সময় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, মোছা: কল্পনা বেগম, দৈনিক ব্ল্যাক এন্ড হোয়াইট পেপারের সম্পাদক মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান লিটন, মো. হাফিজুর রহমান, আবুল হোসেম শোভা, তোফাজ্জল হোসেন মুক্ত ও দর্পন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।