• মঙ্গলবার ১৪ জানুয়ারী, ২০২৫
logo

২০২৪ সালে প্রতি সেকেন্ডে নেইমারের আয় ৫০ লাখ টাকার বেশি

টিএন২৪ ডেস্ক ১২ জানুয়ারী, ২০২৫ ০৫:২৯ পিএম

২০২৪ সালে নেইমার মাঠে নেমেছেন মাত্র দুই ম্যাচে, যা যোগফলে ৪২ মিনিট। সৌদি ক্লাব আল হিলালের হয়ে সেই অল্প সময়ে মাঠে নামলেও বছরে আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো।

২০২৪ সালে নেইমার মাঠে নেমেছেন মাত্র দুই ম্যাচে, যা যোগফলে ৪২ মিনিট। সৌদি ক্লাব আল হিলালের হয়ে সেই অল্প সময়ে মাঠে নামলেও বছরে আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা)। এর মানে প্রতি সেকেন্ডে তার আয় হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার টাকা।  

নেইমারের এই দুই ম্যাচ ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইন ও এসতেগলাল এফসির বিপক্ষে। বদলি খেলোয়াড় হিসেবে নামা এই দুই ম্যাচে গোল করতে পারেননি বা সতীর্থদের দিয়ে করাতেও পারেননি নেইমার। যদিও দল হিসেবে আল হিলাল জয় পেয়েছিল। আল আইনকে হারিয়েছিল ৫-৪ ব্যবধানে এবং এসতেগলালের বিপক্ষে জয় ছিল ৩-০ গোলে।  

ফুট মেরকাটোর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে নেইমার বল পায়ে লাগিয়েছেন মাত্র ৪৫ বার। এতে প্রতি টাচে তার আয় দাঁড়ায় প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকা।