• বৃহস্পতিবার ০৯ জানুয়ারী, ২০২৫
logo

ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিসলু আর নেই

নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল, ২০২৪ ১২:১৩ পিএম

এই বলিষ্ঠ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু (৭১) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।

আজ শুক্রবার সকালে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিহতের ছেলে দ্বীন মুহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুহাম্মদ আলী কিসলু বীরতারা ইউনিয়নের টানা তিনবার চেয়ারম্যান ছিলেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়াম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ধনবাড়ী উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। এবারও তিনি ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করে দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে মাঠে নেমে ছিলেন।

এই বলিষ্ঠ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুর খবরে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেলে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান কদমতলী গ্রামে তাকে  দাফন  করা হবে। 

Tags: