• শনিবার ১১ জানুয়ারী, ২০২৫
logo

ল রিপোর্টার্স ফোরামের সংবিধান বিষয়ে খসড়া প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর, ২০২৪ ০৩:৪১ পিএম

ল রিপোর্টার্স ফোরামের সংবিধান বিষয়ে খসড়া প্রস্তাবনা

আইন, বিচার ,সংবিধান ও মানব অধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন এবং কেমন সংবিধান চাই শিরোনামে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলনাতায়নে এক আলোচনা সভার আয়োজন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন। অতিথি হিসেবে আরো ছিলেন এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি এমন এম এ মতিন বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেন, ডক্টর বদিউল আলম মজুমদার, নির্বাচন সংস্কার কমিশন প্রধান, কামাল আহমেদ, গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান।

খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন সাংবাদিক সালেহ উদ্দিন। সভাপতি: সাংবাদিক শহিদুজ্জামান।

আলোচক এ্যাডভোকেট জেডআই পান্না, ব্যারিস্টার সারা হোসেন,  ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন , বিচারক মাসদার হোসেন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট হাসানাত কাইয়ুম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রাজা দেবাশীষ রায়, সাংবাদিক সোহরাব হাসান, আইন শিক্ষক সাইমী ওয়াদুদ, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

Tags: