টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শনিবার (২৫ ফ্রেরুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোর্শেদ। এসময় বক্তব্য দেন বীরতারা ইউপি চেয়ারম্যান আহমেদ আল ফরিদ, পাইস্কা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আলতাফ হোসেন, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুর আলম খসরু, ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহাজাহান ভূইয়া, খামারী লিনা খাতুন প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিদের ৩৫টি প্রদর্শনী স্টল বসে। পরে অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের প্রশংশা করেন।